শিক্ষক হত্যা ও হেনস্তকারীর শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা।
ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলাতে ও ঢাকা সাভার আশুলিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার কে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা এবং নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে হেনস্ত করার ঘটনার প্রতিবাদে সারা দেশের ন্যায় হরিণাকুন্ডু উপজেলাতে ও এই উত্তপ্ত হাওয়া ছড়িয়ে পড়েছে। সে উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জুন) বেলা ১১ টায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা দোয়েল চত্বর মোড়ে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় এই নেক্কার জনক
ঘটনায় প্রতাক্ষ দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন হরিনাকুন্ডু উপজেলার সকল স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষক কর্মচারী ও হরিণাকুণ্ডু স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর নেত্রীবৃন্দও
কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু প্রেসক্লাবের সদস্য বৃন্দু সহ প্রশাসনের বাহিনী উপস্থিত ছিলেন