শাবন মাসের চাঁদ দেখা গেছে,২৫ ফেব্রুয়ারী পবিত্র শবে বরাত
শাবন মাসের চাঁদ দেখা গেছে ২৫ ফেব্রুয়ারী পবিত্র শবে বরাত
ডেস্ক রিপোর্টঃ পবিত্র শবে বরাত আগামী ২৫ ফেব্রুয়ারী বদিবাগত রাতে পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশন জাতীয় চাঁদ দেখা কমিটি। রবিবার ১১ ফেব্রুয়ারী সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। আজ চাঁদ দেখা কমিটির একটা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রলয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. বশিউরিল আলমসহ সরকারের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও আলেম উলামরা উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের মহা পরিচালক বলেন, বিভাগীয় ও জেলা কার্যালয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।