র্যাব-৬ সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ আসামী গ্রেফতার করেছে
আপডেটঃ আগস্ট ২৩, ২০২৩ | ৯:৫৩
124 ভিউ

র্যাব-৬ সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ আসামী গ্রেফতার করেছে,
জেলা প্রতিনিধিঃএকটি বিদেশী পিস্তল ও ২”টি ওয়ানশুটারগান, ৫ রাউন্ড গুলি, ম্যাগাজিন সহ ২”জন সন্ত্রাসী, ১”জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ১”জন ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী, এবং যশোরের শীর্ষ সন্ত্রাসী রাকিব, ভাইপো রাকিবসহ ৫”জনকে গ্রেফতার করেছে র্যাব-৬।