রোজার প্রথম দিন কেমন যাবে? আবহাওয়ার সর্ব শেষ বার্তা
রোজার প্রথম দিন কেমন যাবে? আবহাওয়ার সর্ব শেষ বার্তা
মোকলেছুর রহমানঃ দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরু। মঙ্গল বার খুলনাসহ আশপাশের এলাকা গুলোতে সেহারীর সময় শেষ হবে ৪,৫১ মিনিটে এবং ইফতারের সময় ৬,১০ মিনিট।পবিত্র এই মাসের প্রথম দিন কেমন যাবে তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় দেওয়া বর্ধিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, রোজার প্রথম দিন গরম বাড়তে পারে। কারণ দিন ও রাতের তাপমাত্রা বাড়বে।পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।৩৩৩ হটলাইনে পাওয়া অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ
পরের দিন বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।