রূপসা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন :উপজেলা চেয়ারম্যান প্রার্থী সরদার ফেরদৌস
আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার।
রূপসা উপজেলা চেয়ারম্যান প্রার্থী সরদার ফেরদৌস আহম্মেদ বলেছেন সাংবাদিকরা হলো জাতির বিবেক। নির্যাতিত নিপিড়িত মানুষের ভরসাস্থল। যে কারণে প্রেসক্লাবকে বলা হয় মজলুমের আদালত। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা নানাবিধ প্রতিবন্ধকতার শিকার হয়ে থাকে। এসব ক্ষেত্রে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর গুরুত্ব অপরিসীম। আজ আমি আপনাদের এখানে মত বিনিময় করতে এসেছি বলেই অন্যায় করে ছাড় পেতে চাইনা। আমার বিরুদ্ধে কোন ভুল বা অনিয়ম-দুর্ণীতি পেলে তা তুলে ধরবেন। এতে আমি সংশোধন হতে পারবো। গত ১৯ মে বেলা ১১টায় রূপসা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বঙ্গবন্ধু কলেজের সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ এসব কথা বলেন। রূপসা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবিএম কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত এ মত বিনিময় অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, এ্যাড. মুস্তাফিজুর রহমান মুসতাক, উপজেলা আ’লীগের সদস্য মোঃ মাহাবুব উল আলম, উপজেলা যুবলীগের সদস্য মোঃ আবু আহাদ হাফিজ বাবু, আ’লীগ নেতা আলতাফ হোসেন খান, আবু বক্কর শেখ, রবিউল ইসলাম লিটু, সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম বাবু, নৈহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ তারেক আজিজ, মঈন উদ্দীন মোহন, মোঃ ইসরাইল শেখ, মোঃ রাজু হাওলাদার, মোঃ জাহাঙ্গীর, যুবলীগ নেতা সাকিব খান মিলন প্রমূখ। এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।