রূপসা থানা মোড়ে অবৈধট্রলির ধাক্কায় আবির নামের যুবের মৃত্যু
আপডেটঃ মার্চ ১৩, ২০২৪ | ১২:১৮
29 ভিউ
বিশেষ প্রতিনিধিঃখুলনা রূপসা থানা মোড়ে অবৈধ নসিমন ট্রলি কেড়ে নিল তাজা যুবকের প্রান।রূপসা থানা মোড় এলাকায় (নসিমন) ট্রলির আঘাতে আবির নামের এক যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে, আজ সকাল ১৩ মার্চ সকাল সাড়ে ৮ টায় রূপসা থানা মোড় নামক স্থানে ট্রলির ধাক্কায় গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে আবিরের মৃত্যু হয়। জানা যায়,আবিরের বাড়ি গোপালগঞ্জ সদরে। সে ১৩ মার্চ মাহে রমযানের দ্বিতীয় দিনের রোজা রাখা অবস্থায় মৃত্যু বরণ করেছে। এর রিপোর্ট লেখা পর্যন্ত এখনও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে আবিরের মৃত্যুতে স্বজনদের আহাজারি উপলব্ধি করা যায়। এলাকা বাসি ও স্থানীয় সুত্রে জানা যায়, এ অবৈধ নসিমন বা ট্রলির আঘাত রূপসায় একাদিক প্রান হারিয়েছে। তাছাড়া প্রতিদিন এই অবৈধ নসিমন-করিমনের চাপে রাস্তায় ঘটে চলেছে দুর্ঘটনা। হারাতে হচ্ছে তাজা তাজা প্রান।এ অবৈধ ট্রলি বন্ধের দাবিতে রূপসাবাসি সুশীল সমাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধিদের ও বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।