রূপসার জাবুসা থেকে পুনরায় মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় অভিযোগ

জেলা প্রতিনিধিঃ রূপসায় খানজাহান আলী সেতুর নিচ হতে খান জাহান আলী জামে মসজিদের সন্নিকটে থাকা একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিটের সময় গাড়িটি রেখে ভুক্তভোগী সুমন হাওলাদার তার বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে চা খেতে যায়। আনুমানিক ৪০ মিনিট পরে সুমন এসে দেখে যে স্থানে মোটরসাইকেলটি রেখেছিল সেখানে আর নেই। সুমন ও তার বন্ধুরা মোটরসাইকেল খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ভুক্তভোগী রূপসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ সুমন হাওলাদার (৩০), পিতা- মৃত লতিফ হাওলাদার, সাং- আমদাবাদ, থানা-রূপসা, জেলা- খুলনা । সে সেনেটারী লাইনে কাজ করে জীবিকা নির্বাহ করে। গত ০১ সেপ্টেম্বর- ২০২৩ শুক্রবার কাজের বন্ধনের দিন হওয়ায় সন্ধ্যা অনুমান ০৭:০০ ঘটিকার সময় সে ও তার ভাই মোঃ তানভির হাসানসহ তার ব্যবহৃত Mahindra, Model-Rock Stav110cc, Engine No- UTE-JG001690, Chassis No- MTIKG1B14J1E00965, Colour – Red, টি নিয়ে রূপসা খান জাহান আলী সেতুর নিচে যায়। এবং মটরসাইকেলটি মসজিদের সামনে ব্রীজের পিলারের কাছে রেখে তারা নদীর পাড়ের দিকে হাঁটতে থাকে। কিছু সময় পরে এসে উক্ত স্থানে ফিরে এসে দেখে মটরসাইকেলটি উক্ত স্থানে নাই । অনেক খোঁজাখুঁজির পরও গাড়িটি কোন সন্ধ্যান পাওয়া যায়নি। তাহার ধরনা অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা মটরসাইকেলটি নিয়ে গেছে। এ ঘটনায় রূপসা খানজাহান আলী সেতুর সিসিটিভি ফুটেছে দেখা যায়,৭টা ৫৫ মিনিটের সময় মুখে মাস্ক ও গায়ে কালো গেঞ্জি পরিহিত এক যুবক গাড়িটি নিয়ে চলে যাচ্ছে। পুলিশ সূত্র বলছে, প্রকৃত অপরাধীকে ধরতে অভিযান রয়েছে। (সংগৃহীত)

পোস্টটি শেয়ার করুনঃ