রূপসায় সরদার ফেরদৌস আহম্মেদ এর গনসংযোগ ও লিফলেট বিতরণ
আপডেটঃ এপ্রিল ২৮, ২০২৪ | ১০:১৮
81 ভিউ
আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার ।
রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ সরদার ফেরদৌস আহমেদ গত ২৮ এপ্রিল বিকেলে উপজেলার টি,এস,বি ইউনিয়নের কাজদিয়া বাজার, থানার মোড়, পাছানি কলোনি, ফুলতলা, গিলাতলা, গাজীর দোকান, তালতলা, এলাকায় গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম মিনা,শিক্ষক শহিদুল ইসলাম,ইন্দ্রজিৎ অধিকারী, সরদার মামুনুর রশিদ,জন সরদার, বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের আহ্বায়ক জুয়েল সরদার,গাউস সরদার, যুবলীগ নেতা , স,ম, লিটন, ধ্রুব দাস,আলামিন রকি, নিরঞ্জন বিশ্বাস, শেখ আবরার, হাসিব বিশ্বাস, সাব্বির আহমেদ, রিফাত হাওলাদার, শেখ সজীব, প্রমূখ ।