রূপসায় শশুরবাড়িতে এসে ছুরি”র আঘাতে যুবক আহত/আহত খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি
মোল্লা জাহাঙ্গীর আলম খুলনা
আপডেটঃ সেপ্টেম্বর ৮, ২০২৩ | ১:৩৩
50 ভিউ
রূপসায় শশুরবাড়িতে এসে ছুরি”র আঘাতে যুবক আহত/আহত খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি
মোল্লা জাহাঙ্গীর আলম /খুলনা //খুলনা জেলা রূপসায় শশুরবাড়ি বেড়াতে এসে ছুরির আঘাতে বিকুল (২৮) নামে এক যুবক আহত হয়েছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গত ৭সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় পূর্ব রূপসা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ হামলা ঘটনায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে।আহত বিকুল খুলনার ফুলবাড়িগেট এলাকার আউয়ালের ছেলে।আহত বিকুলের স্ত্রী স্বর্ণা জানায় ৬ বুধবার সেপ্টেম্বর স্বামীসহ আমার বাবা উপজেলার বাগমারা গ্রামের মৃত ইনসারাফের বাড়িতে বেড়াতে আসি। এখানে থাকা অবস্থায় ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীসহ পূর্ব রূপসা বাজারে বাজার করতে যায়।বাজারে মাছের দর দাম করার সময় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবক আমার স্বামী বিকুলের পিছন দিক থেকে পাজড়ের নিচে ছুরি মেরে পালিয়ে যায়। এতে তার ভুড়ি বেরিয়ে যায়। বর্তমানে আমার স্বামীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।রুপসা বাস স্ট্যান্ড ক্যাম্পের ইনচার্জ কামাল হোসেন সঙ্গীও ফোর্স সহ আসামিকে ধরার জন্য ব্যাপক তৎপরতা চালান ।