রূপসায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার।রূপসায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা গত ১৮ এপ্রিল সকালে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার। শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন মৎস্য কর্মকর্তা বাপী দাস,উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ নাসরিন আক্তার,পরিসংখ্যান কর্মকর্তা ইশরাক হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা খান বজলুর রহমান,সোনালী ব্যাংক কাজদিয়া শাখা ব্যবস্থাপক অসিত রায় চৌধুরী, একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল,পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ,সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন,তথ্য কর্মকর্তা দিলশানারা, সাবেক খুলনা জেলা আওয়ামীলীগ সদস্য আঃ মজিদ ফকির,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু।