রূপসায় প্রয়াত এমপি এসএম মোস্তফা রশিদী সুজার মৃত্যুবার্ষিকী পালিত
রূপসায় প্রয়াত এমপি এসএম মোস্তফা রশিদী সুজার মৃত্যুবার্ষিকী পালিত
আজিজুল ইসলাম, খুলনা।
রূপসায় আওয়ামী অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের আয়োজনে খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক,সাবেক হুইপ এসএম মোস্তফা রশিদী সুজার ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ ৩১ জুলাই বাদ আসর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজাপুত্র এসএম খালেদীন রশিদী সুকর্ন।
খুলনা জেলা আওয়ামীলীগ সদস্য,রূপসা উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি শাহিনা আক্তার লিপির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা কৃষকলীগের সভাপতি আশরাফুজজ্জামান বাবুল, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মানিকুজ্জামান অশোক, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোঃ রায়হান ফরিদ, সাবেক জেলা আওয়ামীলীগ সদস্য আঃ মজিদ ফকির,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আয়ূব মল্লিক বাবু,খান শাহাজাহান কবীর প্যারিস।
রূপসা উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামানের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার মিত্র, এমডি রকিব উদ্দীন,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আঃ গফুর খান,মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঞ্জুয়ারা বেগম,সাবেক জেলা যুবলীগ নেতা আজিজুল হক কাজল,জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ, সাবেক ছাত্রনেতা মুশফিকুর রহমান সাগর, তরিকুল ইসলাম সুমন,হারুন আর রশীদ, উপজেলা শ্রমিকলীগ নেতা আশরাফ আলী রাজ,আওয়ামীলীগ নেতা মঈনউদ্দীন শেখ,শক্তিপদ বসু, তাহিদুল ইসলাম মোল্যা,কামরুল ইসলাম সরদার,জাকির হোসেন, বাসুদেব রায় চৌধূরী,জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এইচ এম কামাল,মহসিন হোসেন পাইক, মহিলা আওয়ামীলীগ নেত্রী রেখা পারভিন,জিন্নাত রেহেনা,জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম,আঃ রব,খান জাহিদ হাসান,সোহাগ হাওলাদার, শিশির বর,হামিম কবীর রূবেল,হোসাইন কবীর সজল,রনজিত হালদার,যুবলীগ নেতা বাদশা মিয়া, সুব্রত বাকচী,শামীম হাসান লিটন,আজিজুল ইসলাম,সরদার জসীম উদ্দীন,রঞ্জু হালদার,শারাফাত হোসেন উজ্জল,জেলা সোহেল পারভেজ,আ: গফফার মল্লিক,রবিউল ইসলাম,আবুল কালাম আজাদ, তারেক আজিজ, শাহনেওয়াজ কবীর টিংকু,রতন মন্ডল, মুসা মোল্যা সবুজ,খায়রুজ্জামান সজল,নাজিম মোড়ল, হায়দার আলী খান,মহিউদ্দীন মানিক,রেশমা আক্তার, আঃ রশিদ শেখ,লিপিকা রানী দাস,তানজিলা বেগম, হোসনেয়ারা পারভিন হেনা,মুরাদ মোল্যা,মুরাদ শেখ, সাইফুল ইসলাম, মুরাদ শেখ,উজ্জল শিকদার, ইখতিয়ার মোল্যা, নাহিদ হোসেন,আঃ রহিম মিনা, জাফর সরদার, শাহাবুদ্দিন খান শুভ,ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাচাড়,ইয়াসির আরাফাত খান,বাধন হালদার,মোল্যা ফরহাদ হোসেন, শেখ মোঃ রাসেল, রূদ্রনীল হালদার, মোল্যা রুবেল হোসেন, সোহেল রানা, নাজমুল হুদা অঞ্জন,রকিবুল ইসলাম রকি,দীপ খান, খান জহিরুল,মেঘরাজ,শুকুর শেখ,শাওন,রিফাত,চুন্নু রাজ,প্রান্ত শীল,অন্তর,অয়ন, প্রমূখ।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ কবির হোসেন।