রূপসায় নারী কর্মীদের মাঝে সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ
আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার।
রূপসায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি আয়োজিত পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (RERMP-3) শীর্ষক প্রকল্পের আওতায় নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান গত ২৭ আগষ্ট সকালে উপজেলা প্রকৌশলী অধিদপ্তরে অনুষ্ঠিত হয়৷অনুষ্ঠানে ৫ টি ইউনিয়নের মোট ৫০ জন নারী মাঝে প্রধান অতিথি হিসাবে সঞ্চয়কৃত চেক বিতরণ করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান।এসময় উপস্থিত ছিলেন নির্বাহি প্রকৌশলী দপ্তরের ট্রেনিং অফিসার মোঃ সোহেল রানা,উপজেলা উপ সহকারী প্রকৌশলী মোঃ আজিজুল হক,আবু সালেহ মুসা আশিক, কমিনিউটি অর্গানাইজার মোছাঃ ফাতেমা তুজ জোহরা, সুজন দত্ত প্রমূখ।