রূপসায় দূর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের সাথে পূজা পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আপডেটঃ অক্টোবর ৮, ২০২৩ | ৫:৩৭
44 ভিউ
রূপসায় দূর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের সাথে পূজা পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজিজুল ইসলাম খুলনা।রূপসা থানা আয়োজিত আসন্ন শারদীয় দূর্গা পূজা উৎসব উপলক্ষে পূজা পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা আজ ৮ অক্টোবর সকালে থানা চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার।রূপসা থানা অফিসার্স ইনচার্জ মোঃ শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু,রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোর্শেদুল আলম বাবু,রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেন,ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান। রূপসা থানা অফিসার্স ইনচার্জ তদন্ত সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন পূজা পরিষদ নেতা সাংবাদিক তরুন চক্রবর্তী বিষ্ণু,রূপসা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক খান আব্দুর জব্বার শিবলী,লিটন বিশ্বাস খোকন,ব্রজেন দাস,পিন্টু গোপাল দে,সুব্রত বাকচী,সুভাষ বর্দ্ধন,দিবাংশু মালাকার মনি,শ্যামল ভট্টাচার্য,রঞ্জু হালদার,মিহির মুখার্জী,মনজু বাকচী,ননী গোপাল বাকচী,শিবপদ বসু, সমর মল্লিক শেখর চন্দ্র পাল,রতন ধর,রনজিত কুমার পাল,দুলাল চন্দ্র নন্দী, স্বরূপ রায়, কুমার বসু,অপূর্ব মন্ডল প্রমূখ।