রূপসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা বাদশার গণসংযোগ
আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার।
আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী, রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দীন বাদশা গত ১৯ মে বিকালে রূপসা উপজেলার বামনডাঙ্গা,চাঁদপুর,শিয়ালি বাজার, ডোবা, বলটী, কচাতলা,ঘাটভোগ সহ বিভিন্ন স্থানে গনসংযোগ ও পথসভা করেন।এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মিনা জিন্নাত আলী,মুস্তাইন শিকদার,ফারুক শিকদার,ইউনুস আলী সরদার,রবিউল ইসলাম ফকির,ইসরাঈল ইজারাদার,আঃ রহমান মোড়ল,আশেক মোড়ল, মোজাহিদুল ইসলাম, রুস্তম মোল্লা,আঃ মজিদ ফকির,আঃ সালাম শেখ,আঃ কালাম,ফেরদৌস সরদার, ঘাটভোগ ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সচিব তাহিদুল ইসলাম মোল্যা, আওয়ামীলীগ নেতা রেজোয়ান শেখ, ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, ইউপি সদস্য শফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মনির ফকির,যুবলীগ নেতা মুরাদ মোল্যা,আমজাদ শিকদার,রনজিত হালদার,রবিউল ইসলাম,খায়রুল মোল্যা, হাবিব ফকির, সোহেল ফকির, নাহিদুর রহমান, সৈয়দ মুসা,হাসান আলী, মাহবুবুর রহমান শাহানুর, সুফিয়ান শেখ,মুস্তাইন শেখ, অলোক রায়,শ্যামল গাইন, রাহুল শিকদার, বরুন দাস, আসলাম হোসেন, শাহাদুল মোল্যা, মারুফ মুন্সী, জিহাদুল মুন্সী,ঘাটভোগ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজমাইন ইনকিয়াদ, জাকির আলী, শিপন মোল্লা, মুরাদ মোল্লা, মোল্লা ফরহাদ হোসেন, কালাম সরদার, নাদিম মুন্সী, আশ্রাফ সরদার, আরিফ মোল্লা,ফজলে হোসেন শৈশব, সালাউদ্দিন, নাঈম শেখ, মনা, আজিজুল, নওরাজ, মাহফুজুর রহমান মানিক, সুফিয়ান, শ্যামল, রাজু, রাজীব মোল্যা, হানজালা, মুন্না, হিরন ফকির, হিরণ শেখ প্রমুখ।