রূপসায় অন্যের জমিতে জোর করে ঘেরা ও বেড়া দেয়ায় থানায় অভিযোগ
আপডেটঃ সেপ্টেম্বর ১৬, ২০২৩ | ৯:২৯
42 ভিউ
রূপসায় অন্যের জমিতে জোর করে ঘেরা ও বেড়া দেয়ায় থানায় অভিযোগ
খুলনা প্রতিনিধি।রূপসা উপজেলার মাসুয়াডাঙ্গা গ্রামের সবুননেছা (৭৫), স্বামী-মৃত নুর মোহাম্মদ শেখ এর সাথে একই গ্রামের পলাশ মোল্লা (৫২), কবির মোল্লা (৪৫), উভয় পিতা-মৃত রশিদ মোল্লা, তামিম মোল্লা (২২), পিতা-কবির মোল্লা, ওবাইদুল্লাহ (৫৫), পিতা-রশিদ কারী, পূর্ব থেকে জায়গা জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা চলে আসছে। তারা ভাগের জায়গা জোর পূর্বক দখল করবে বলে আগে থেকেই বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে। পুর্ব শত্রুতার জের ধরে গত ১০সেক্টেম্বর সকাল আনুমানিক ১০ টার সময় এরা জমির মধ্যে এসে ঘেরা বেড়া নির্মান করিতে থাকে বিষয়টি দেখে বাধা প্রদান করায় অশ্লিল ভাষায় গালা গালি সহ মারপিট করিতে উদ্যত হয়। তারা খুন জখম সহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে এবং জমির মধ্যে ঘেরা বেড়া দিয়ে দেয়। এ ব্যাপারে সবুননেছা (৭৫) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।