মোঃ হারুন শেখ, বাগেরহাটঃ রামপাল থানা পুলিশের অভিযানে বিদেশী ও দেশীয় মদ সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর তত্বাবধায়নে এসআই (নিঃ)/লিটন কুমার বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং-২১/০৬/২০২৪খ্রিঃ তারিখ রামপাল থানা এলাকায় চেকপোস্ট ডিউটি পরিচালনা কালে রামপাল থানাধীন রামপাল সাকিনস্থ হাজী এনায়েতউল্লাহ মাদ্রাসার সামনে তিন রাস্তার মোড়ের উপর ১. তুহিন শিকদার(২৪), পিতা-আনছার শিকাদার, গ্রাম- শ্রীফলতলা, থানা- রামপাল, জেলা-বাগেরহাট, ২. গাজী ইমরুল কায়েস(২৬), পিতা-আঃ মাজেদ গাজী, গ্রাম- শ্রীফলতলা, থানা-রামপাল, জেলা-বাগেরহাট, ৩. মনোজিৎ ঢালী(২৬), পিতা-মনোরঞ্জন ঢালী, গ্রাম- ওরাবুনিয়া, থানা-রামপাল, জেলা-বাগেরহাটদেরকে অবৈধ মাদকদ্রব্য ০৩ বোতল বিদেশী মদ ও ০১ বোতল দেশীয় তৈরি মদ সহ গ্রেফতার করা হয়।

পোস্টটি শেয়ার করুনঃ