রামপাল থানায় তামার তার চুরির ঘটনায় কর্মচারী সহ ০৩ জন আসামী গ্রেফতার।
সুজাউল শেখ বাবু,বাগেরহাট জেলা প্রতিনিধি:গত ২৫/০৩/২৪ তারিখ আনুমানিক রাত্র ০৩.৩০ ঘটিকার সময়ে রামপাল থানাধীন সাপমারী কাটাখালী সাকিনস্থ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এএইচপি এনসিসি-৩ ভবনের ভিতরে জেটি এলাকা হইতে এজাহারনামীয় আসামী ১। মোঃ হাবিবুর রহমান সরদার (৩৫), পিতা-মোঃ নওয়াব আলী সরদার, মাতা-মেহেরুন বেগম, সাং-ওড়াবুনিয়া, ২। লিটন বিশ্বাস (৩৪), পিতা-পরম আনন্দ বিশ্বাস, মাতা-শিখা বিশ্বাস, সাং-ওড়াবুনিয়া, উভয় থানা-দাকোপ, জেলা-খুলনা, ৩। মোঃ রাসেল হাওলাদার (২৮), পিতা-আঃ মান্নান হাওলাদার, মাতা-আকলিমা বেগম, সাং-পশ্চিম সরালিয়া, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট কর্মক্ষেত্রের ঠিকানা-এলিট সিকিউরিটি সার্ভিস লিঃ, রামপাল তাপ-বিদ্যুৎ কেন্দ্র, রামপাল, বাগেরহাটদেরকে ২৪ (চব্বিশ) কেজি তামার তার, যাহার মূল্য অনুমান ৩৬,০০০/- টাকা সহ হাতেনাতে ধৃত করে। পরবর্তীতে রামপাল থানার এসআই (নিঃ)/জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দকৃত আলামত ও ধৃত আসামীদের নিজ হেফাজতে গ্রহন করিয়া বাদী সহ থানায় হাজির হয়। উক্ত ঘটনায় নিয়মিত মামলা রুজুর পর উক্ত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।