নিজস্ব প্রতিনিধি:-হারুন শেখ ||

রামপালে সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম এর বিকাশ ও কম্পিউটারের নামের ব্যাবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটছে। গত ইং ১৩-৬-২০২৪ তারিখ রোজ বৃহস্পতিবার রাত ১০ ঘটিকার সময় প্রতি দিনের ন্যায় উক্ত দোকানে তালা বন্ধ করিয়া বাড়িতে চলিয়া যায়। ইং ১৪-৬-২০২৪ তারিখ রাত অনুমান ১২.৩০ ঘটিকা হইতে সকাল ০৪.৩০ ঘটিকার মধ্যে যেকোনো সময় অজ্ঞাত নামা চোর বা চোরেরা দোকানের দিনের বেড়া কাটিয়া মালামাল চুরি করিয়া নিয়ে যায়।ঐ সময়ের দোকানের মধ্যে থাকা একটি ক্যামেরা (কেনন ১৩০০ডি) যাহার মূল্য ৬১.০০০হাজার টাকা ,একটি এইচ পি (ল্যাপটপ) যাহার মূল্য ৬০.০০০ টাকা এছাড়াও অন্যান্য মাল আমার মোবাইল কার্ড এমবি কার্ড চার্জার হেডফোন তাহার মূল্য হচ্ছে ২৫.০০০ হাজার টাকা সর্বমোট ১.৪৬.০০০ টাকা ওগুরুত্বপূর্ণ কাগজপত্র ও ডকুমেন্টস নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক শরিফুল রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে জানা গেছে, রামপাল উপজেলার ৫ নং রাজনগর ইউনিয়নের অবশিষ্ট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে হারুন মার্কেটে তার দোকান টি এ মার্কেটে দীর্ঘ চার বছর ব্যাবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিলেন।এতে তার বড় ধরনের ক্ষতি হয়েছে । এ বিষয়ে রামপাল থানার এএসআই মিঠুন কুমার এর কাছে জানতে চাইলে তিনি জানান, লিখিত অভিযোগের কপি পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুনঃ