রামপালে শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল
সুজাউল শেখ বাবু
বাগেরহাট জেলা প্রতিনিধিঃবাগেরহাটের রামপালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ আগস্ট) সকাল দুপুর ১২ টায় উপজেলা যুবদলের আয়োজনে রামপাল সদরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।বুধবার সকাল থেকে উপজেলার সকল ইউনিয়ন থেকে রামপালে জড়ো হতে থাকে যুবদলের নেতা-কর্মীরা। এরপর থানা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলে ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই স্লোগান দেন নেতা-কর্মীরা মিছিলটি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চুর সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী শাহাজালাল, রামপাল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান সুমন, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ওয়াহেদুজ্জামান সাবু, কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল মোল্লা খোকনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।