রামপালে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ


মোঃ হানিফ শেখ
রামপাল উপজেলা প্রতিনিধি
রামপালে প্রাথমিক শিক্ষা দপ্তরের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বরাদ্দকৃত হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। দুইটি প্রাথমিক বিদ্যালয়ের ২ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মাঝে ২টি হুইল চেয়ার বিতরণ করা হয়।
সোমবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হুইল চেয়ার বিতরণ করেন।
শিক্ষার্থীরা হলো, রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র আবির হাসান ইদি ও রণসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র সিয়াম শেখ। এ সময়ে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সরোজ কুমার রায়, সঞ্জয় সানা, প্রেসক্লাব রামপালের সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, প্রধান শিক্ষক অলোকেন্দু পাল, চম্পা আকতার, শিক্ষা অফিসের প্রধান সহকারী মো. জামানুর রহমান মোড়ল প্রমূখ।