রামপালে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার- ১
নিজস্ব প্রতিনিধি : হারুন শেখ ।।
বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মো: আলী সরদার (২৩) নামের এক জন মাদক কারবারি কে গ্রেফতার করেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামি আলী সরদার কে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
আটক আলী সরদার রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের মো: খোকন সরদারের ছেলে।রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ মে ) মাদক,অস্ত্র,জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর তত্বাবধানে এস আই মো: নাসির উদ্দীনের নেতৃত্বে সংগীয় ফোর্স সহ, রামপাল উপজেলার গৌরম্ভা বাজারেরর খাদ্যগুদামের সামনের রাস্তার উপর থেকে ৪০ ( চল্লিশ) গ্রাম গাঁজা সহ আলী সরদার কে হাতেনাতে আটক করা হয়।এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মামলা দায়ের করে আটক মাদক কারবারি কে বাগেরহাট বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে।