রামপালে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালন


মোঃ হানিফ শেখ
রামপাল উপজেলা প্রতিনিধি
জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন এ প্রতিপাদ্যে রামপাল উপজেলা পরিষদের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) সকাল ১০ টা উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে ও উপজেলা আইসিটি কর্মকর্তা রনিক হালদারের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, হুড়কা ইউপি সচিব হরিপদ সরকার, সদরের সচিব গৌতম কুমার, ইউডিসি এরশাদ হাকিম জুয়েল প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান, বিভিন্ন ইউনিয়নের সচিববৃন্দ, ইউডিসিবৃন্দ ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।