রামপালের প্রসাদনগরে উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী জামিল হাসান জামুর মতবিনিময়
সুজাউল শেখ বাবু
রামপাল(বাগেরহাট) সংবাদাতাবাঃগেরহাটের রামপাল আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী রামপাল উপজেলা আওয়ামিলীগ এর সাবেক সাধারন সম্পাদক ও রামপাল সদর ইউপির সাবেক সফল বার বার নির্বাচিত চেয়ারম্যান মোঃ জামিল হাসান জামু এর এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সভায় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫ নং রাজনগর ইউপির প্যানেল চেয়ারম্যান ও ০১ নং ওয়ার্ড সদস্য মোঃ জালিনুর হাজরা, ০৩ নং ওয়ার্ড সদস্য মোঃ ওলি ইজারাদার, সাবেক ইউপি সদস্য উৎপল বিশ্বাস গৌরম্ভা ইউপির ০৫ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও ওয়ার্ড আওয়ামিলীগ এর সভাপতি মোঃ আমজাদ হোসেন শেখ, সদর ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক জয় মন্ডল, ইমরান, তুহিন,আবির,মনোজ,বাবলু,খোকন, হেমায়েদ, তিতাস, চয়ন,হানিফ,আবুল সহসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি ও বিভিন্ন সংবাদ কর্মিরা। এসয় জামিল হাসান জামু সকলের সাথে কুষল বিনিময় করে সকলের দোয়া আর্শিবাদ ও সার্বিক সহযোগিতা কমনা করেন।