রফিকুল ইসলাম সাহেবের নেতৃত্বে দাকোপের পল্লী বিদ্যুৎ সুনামে এগিয়ে
“””মোকলেছুর রহমান “”
দাকোপ সাব-জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের সেবার মান অনেক উন্নত।
দাকোপ সাব-জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের সেবার মান এখন উন্নত হয়েছে এবং অফিসের নিয়ম-কানুন পরিবর্তন।
দাকোপ সাব-জোনাল পল্লী বিদ্যুৎ অফিসে এমনটা আগে কখনো দেখা যায়নি।
জানা যায়,মোঃ রফিকুল ইসলাম (এজিএম) খুলনা পল্লী বিদ্যুৎ সহকারী জেনারেল অফিসার যোগদানের পর থেকে অফিসের চেহারা পরিবর্তন হয়েছে এবং এলাকা বাসী সঠিক ভাবে সেবা গ্রহণ করে যাচ্ছে।
(এজিএম) জনাব রফিকুল ইসলাম সাহেব সাংবাদিকদের জানান ,আমি কোন বড় অফিসার নয়। আমি মাত্র আপনাদের সেবা করার জন্য এই চেয়ারে বসেছি।
আমি সবার কাছে সমান এবং সবাই আমার কাছে সরাসরি এসে, যে কোন বিষয় নিয়ে কথা বলে ও বলতে পারেন।
তিনি আরো বলেন, আমার এখানে ছোট বড় ধনী-গরীব, ধর্ম বর্ণ কোন কিছুর ধরা বাধা নাই।
তিনি সাংবাদিকদের আরো বলেন,এটা আমার অফিস নয়, এটা দাকোপ বাসি সকলের অফিস।
এ অফিস দুর্নীতি মুক্ত, এখানে কোন প্রকার দালালদের স্থান নাই। সঠিকভাবে অফিস পরিচালনা করার চেষ্টা করছি। এবং যত দিন আছি এ অফিসে সকলের সাথে মিলে মিশে থাকবো।ইনশাল্লাহ।
তাছাড়া অফিসে খোঁজ নিয়ে জানা, মোহম্মদ রফিকুল ইসলাম সাহেব একজন সৎ উদার মিষ্টভাষী, দরদি মানুষ।
তিনি যোগদানের পর থেকে অফিসের সকল কর্মকর্তারা দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রেখে সুনামের সাথে এগিয়ে চলেছেন।
সাধারণ কোন মানুষ ভোগান্তিতে বা হয়রানিতে না পড়েন সে দিকে বিশেষভাবে খেয়াল রেখেছেন।
রফিফুল ইসলাম সাহেব বলেন, চলার পথে ভুল ত্রুটি মানুষের থাকবে। আর এ ভুল নিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের এগিয়ে যেতে হবে।
তেমনি দিন রাত চব্বিশ ঘন্টা রফিকুল ইসলাম সাহেবের নেতৃত্বে অফিসের সকল কর্মকর্তা ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে অক্লান্ত পরিশ্রম করে চলছেন।
দাকোপ সাব-জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের সেবা পেয়ে দাকোপ বাসি খুশি।
তাছাড়া দাকোপ বাসি পল্লী বিদ্যুৎ এর সেবার মান আরো উন্নত মানের আসা করে উপর মহলের দৃষ্টি আকর্ষণ করেন।