যুবলীগ নেতা জাহিদুর রহমান (মিল্টন) এর নিজ অর্থে রাস্তা সংস্কার
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২৩ | ৮:৩৮
48 ভিউ
যুবলীগ নেতা জাহিদুর রহমান (মিল্টন) এর নিজ অর্থে রাস্তা সংস্কার
ওলি উল্লাহঃ দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের পানখালী গ্রামের মোল্লা বাড়ির সামনের রাস্তা নিজ অর্থয়ানে সংষ্কার করলেন মানবিক যুবলীগ নেতা জাহিদুর রহমান (মিল্টন)।গত ২৯ আগষ্ট আলোর খবরে প্রকাশিত হয় মোল্লা বাড়ির সামনের রাস্তার বেহাল দশার চিত্র। জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি আর দুর্ভোগ পোহাতে হচ্ছিল। তারই ধারাবাহিকতায় গত কাল ৩১ আগষ্ট এ যুব লীগ নেতা জাহিদুর রহমান মিল্টন নিজের অর্থ দিয়ে নিজে হাজির থেকে সেই রাস্তায় কাজ করেছেন। তিনি জনসাধারণের কথা ভেবে মানবিক যুবলীগের এ নেতা সবার পাশে এ ভাবে সুখেদুখে রয়েছেন। দাকোপ উপজেলা শাখার একজন মানবিক উদার মনের মানুষ। তার এমন উদ্যোগকে পানখালীসহ দাকোপ বাসি সাধুবাদ জানিয়েছেন।