যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও মাদক মামলার আসামী জনিকে আটক করেছে র‌্যাব-৬ ও র‌্যাব-২

মোল্লা জাহাঙ্গীর আলম _খুলনা //গত ২০ আগস্ট রাতে ডিএমপি ঢাকার শেরেবাংলা নগর এলাকা থেকে র‌্যাব-৬ ও র‌্যাব-২ যৌথ অভিযানে আসামী জাকির হোসেন জনি (৩৫) কে আটক করা হয়।আসামী যশোরের ছৌগাছা উপজেলার মৃত শহিদ মিয়ার পুত্র।

জানাগেছ,বিগত ২৭ ফেব্রুয়ারি ২০১০ সালে মাদক সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়।একই তারিখ আসামীর বিরুদ্ধে যশোর জেলার চৌগাছা থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-৮/১৮, ধারা-১৯(১) এর ৩(খ) একটি মামলা রুজু করা হয়।

আসামী ০৩ দিন জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি পান। অন্যদিকে তদন্তকারী কর্মকর্তা মামলাটির তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। বিজ্ঞ আদালত বিচারিক কার্যক্রম শেষে আসামী জাকির হোসেন জনিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান পূর্বক আটকাদেশ প্রদান করেন।

তারই ধারাবাহিকতায় গত ২০ আগস্ট রাতে গোপন তথ্যের ভিত্তিতে ডিএমপি ঢাকার শেরেবাংলা নগর এলাকা থেকে আসামী জাকির হোসেন জনিকে আটক করে আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করা হয়।

পোস্টটি শেয়ার করুনঃ