যশোর জেলা ডিবি পুলিশের পৃথক পৃথক অভিযান
আপডেটঃ সেপ্টেম্বর ৩, ২০২৩ | ৯:১৫
40 ভিউ
যশোর জেলা ডিবি পুলিশের পৃথক পৃথক অভিযান
স্টাফ রিপোর্টঃ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০৩টি সফল অভিযানে ৪০ বোতল ফেনসিডিল, ০৬ বোতল বিদেশী মদ, এবং ০১টি প্রাইভেটকার, ০১টি মোটরসাইকেল, ০১ টি ইজিবাইক, চোরাইকাজে ব্যবহৃত ০১ টি মাস্টার চাবি ও মোবাইল ফোন উদ্ধার সহ গ্রেফতার-০৯ জন।অভিযান-০১(০১ সেপ্টেম্বর ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ নুর ইসলাম, এসআই(নিঃ)/ মোঃ সাদ্দাম হোসেন, এএসআই(নিঃ)/ মোঃ শফিউল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ০১.১৫ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন দোগাছিয়া (কাঠালতলা) সাকিনস্থ জনৈক তোতা মিয়ার ইটের ভাটার দক্ষিণ পাশে চুড়ামনকাঠি টু চৌগাছা গামী পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ ছারোয়ার হোসেন @ সরোয়ার মুন্সী(৩৬), পিতা-আঃ খালেক মুন্সী, মাতা-মোছাঃ ফুল ভানু বেগম, সাং-চর মাছুয়াখালী, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালী, ২। মোঃ রুবেল মোল্লা(২০), পিতা-মোঃ দুদু মোল্লা, মাতা-রহিমা খাতুন, সাং-কালাচাঁদপুর, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল, ৩। মোঃ হাসান(৩৪), পিতা-মৃত আজাহার, মাতা-ফাতেমা বেগম, সাং-পার আটঘড়িয়া, থানা-নাটোর সদর, জেলা-নাটোর, ৪। মোঃ টিটু (৪২), পিতা-মোঃ বদর উদ্দিন, মাতা-কুলছুম, স্থায়ী সাং-দক্ষিণ ট্যাপাখোলা, থানা-ফরিদপুর সদর, জেলা-ফরিদপুর, ৫। মোঃ ইমরান শেখ @ বিশু(৩১), পিতা-মোঃ মজিবর শেখ, মাতা-জাহেদা বেগম, সাং-খান্দারপাড়া, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জ দেরকে ০১টি প্রাইভেটকার, ০১ টি ইজিবাইক, চোরাইকাজে ব্যবহৃত ০১ টি মাস্টার চাবি ও মোবাইল ফোন সহ গ্রেফতার করেন।উদ্ধারকৃত আলামতের মূল্য ৬,৬০,০০০/-টাকা।এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ নুর ইসলাম বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।অভিযান-০২(০১ সেপ্টেম্বর ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ সাদ্দাম হোসেন, এসআই(নিঃ)/ মোঃ নুর ইসলাম, এএসআই(নিঃ)/ মোঃ শফিউল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২২.৪৫ ঘটিকার সময় যশোর জেলার বেনাপোল থানাধীন বেনাপোল বাজারস্থ নুর শপিং কমপ্লেক্স এর বিপরীত পার্শ্বে স্টার মেডিকেল হল নামক দোকানের সামনে বেনাপোল টু যশোরগামী রাস্তার (পাকা) উপর হইতে আসামী ১। সুমন হাওলাদার (৩০), ২। সুজন হাওলাদার (২৪), উভয় পিতা-সুবাস হাওলাদার, মাতা-লতিফা রানী হাওলাদার, সাং-বড় আচঁড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদ্বয়কে ০৬ (ছয়) বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করেন।উদ্ধারকৃত আলামতের মূল্য ৩০,০০০/-টাকা।এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন বাদী হয়ে যশোর বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।অভিযান-০৩(০২ সেপ্টেম্বর ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ আব্দুল্লাহ আল মামুন, এসআই(নিঃ)/ মোঃ আমিরুল্ ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২২.৪৫ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন সুজলপুর জামতলা সাকিনস্থ নুরজামালের গ্যারেজের সামনে পাকা রাস্থার উপর হইতে ১। মোঃ আসাদুল ইসলাম (২৩), পিতা-মোঃ ইসমাইল হোসেন, মাতা-রহিদা বেগস, ২। মোঃ আল-মামুন (২৬) পিতা- মোঃ লিয়াকত আলী, মাতা- মোছাঃ লাইলি বেগম, উভয় সাং-মোনহরপুর, থানা-ঝিকরগাছা, জেলা-যশোরদ্বয়কে ৪০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন।উদ্ধারকৃত আলামতের মূল্য ১,২০,০০০/-টাকা।এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।