মোল্লাহাট রিপোর্টস ক্লাবের নব নির্বাচিত কমিটির উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারের সাথে শুভেচ্ছা বিনিময়
সুজাউল শেখ বাবু
বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের মোল্লাহাহাটে সাংবাদিকদের সংগঠন মোল্লাহাট রিপোর্টস ক্লাব এর নবনির্বাচিত সদস্যরা উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারের সাথে ফুল্লেল শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ মঙ্গলবার ১৪ মে উপজেলা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয় এবং নির্বাহী অফিসারের কার্যালয়ে পৃথকভাবে এই ফুল্লেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ আলী মহন, সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা সহ কমিটির অন্নন্য সদস্য উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহিনুর আলম (ছানা), স্মার্ট উপজেলা বিনির্মাণে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার তার শুভেচ্ছা বক্তব্যে বলেন,সকলের সহযোগিতায় এই উপজেলাকে সমৃদ্ধ করতে আমি কাজ করতে চাই। এজন্য জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। আপনারা সব সময় সকল তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করবেন।।