নিজস্ব প্রতিনিধ : হারুন শেখ।।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় কিশোর কিশোরী ক্লাব স্থাপন, প্রকল্পের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায়, ২০২৩-২০২৪ অর্থ বছরের ২য় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি)সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ মে) সকাল ১০ টায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই এর সঞ্চালনায় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান।এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস,একাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ, ইউপি চেয়ারম্যান আলী আক্কাস বুলু, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ফিল্ড সুপারভাইজার শারমিন সুলতানা , মহিলা বিষয়ক অফিসের স্টাফ শফিকুল ইসলাম, নাসিমা আক্তার, কিশোর-কিশোরী ক্লাবের মোরেলগঞ্জ সদর ও উপজেলা ইউনিয়নের জেন্ডার প্রমোটর সুরাইয়া আক্তার, আনিকা বুশরা,ডলি হালদার, ও শরোনখোলা উপজেলার জেন্ডার প্রমোটর শহিদুল ইসলামসহ ক্লাব সংশ্লিষ্ট বিদ‍্যালয়ের সকল প্রধান শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম‍্যানবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান উপজেলায় ১৭ টি ক্লাবের কার্যক্রম গতিশীল করার লক্ষে ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন।

পোস্টটি শেয়ার করুনঃ