নিজস্ব প্রতিনিধি:-হারুন শেখ ।।

বাগেরহাটের রামপাল উপজেলার ৫ নং রাজনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ জালিনুর হাজরা এর নেতৃত্বে অবহেলিত একটি রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে। রাজনগর গ্রামের প্রধান সড়ক এটি, বিগত ১৫ বছর ধরে অবহেলিতভাবে এই রাস্তাটি পড়ে ছিল। তাই মোঃ জালিনুর হাজরার নিজ দায়িত্বে রাস্তাটির কাজ সম্পন্ন করেন। রাস্তার টি শুরু হয়েছে রাজনগর কাছাড়িবাড়ী মোড়ে মোঃ হাফিজ শেখর দোকান থেকে হাজরা বাড়ির মুখ পর্যন্ত রাস্তাটি সম্পন্ন হয়।
সর্ব মোট ১৯০ ফিট রাস্তা বালু ভরাট সহ পুরাতন ইট উত্তোলন করে নতুন করে রাস্তাটি রিফাইন করে সম্পূর্ণ করেন ,সম্পূর্ণ খরচে টাকা তিনি তার পকেট থেকে খরচ করেন। তিনি আরো জানান দীর্ঘ আড়াই বছর ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান হলেও পরিষদের কোটা হতে আমি এই পর্যন্ত উন্নয়ন সহায়তা থেকে ২৫২ ফিট একটি কাজ পেয়েছি, সেই রাস্তা দিয়ে কমপ্লিট করেছি এই পর্যন্ত আর কোন কাজ আমি আমার ওয়ার্ডে পাইনি রাজনগর ইউনিয়নে এক নং ওয়ার্ডের প্রধান সড়ক গুলোর রেহাল দশা প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজের জন্য যাওয়া আসা করেন।প্রতিনিয়ত মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন ঘূর্ণিঝড় রেমালর আরো প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাগুলোর প্রতিনিয়ত জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে। দুর্ভোগের কোন শেষ নাই প্রতিনিয়ত স্কুলে যাওয়া আসা পথে ছেলেমেয়েরা দুর্ঘটনা শিকার হচ্ছেন, তাই নিজে প্রতিনিয়তই প্রত্যেকটা জায়গায় কাজ করে যাচ্ছি এবং জনগণের সেবা করে যাচ্ছি ,আমি জনগণের পাশে আছি এবং থাকবো কখনো পিছপা হবো না।।

পোস্টটি শেয়ার করুনঃ