মোঃ ইলিয়াজ শেখ ৭নং ওয়ার্ড বাসিকে অগ্রীম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন
ডেস্ক রিপোর্টঃ দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের খাটাইল ৭নং ওয়ার্ডবাসিকে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার সাধারণ জনগণের। জানা যায়, তিনি এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ড বাসিকে ইউপি সদস্য হিসেবে সেবা করতে চায়। এলাকায় খবর নিয়ে জানা যায়, তিনি একজন মানবিক মানুষ। ব্যবসার পাশাপাশি রাজনৈতিকতার সাথে দীর্ঘ দিন ধরে মিশে আছে। তাছাড়া সব সময় সুখেদুখে মানুষের বিপাদে- আপাদে পাশে থেকে সহযোগিতা করে নিজেকে এগিয়ে রেখেছেন। এলাকার সাধারণ জনগনের ভাষ্য এবার নির্বাচনে মোঃ ইলিয়াজ শেখকে জয়ের মালা পরিয়ে সঠিক নেতৃত্ব দানে সুযোগ দেওয়া হবে। ৭ নং ওয়ার্ডের জনগনের এমন ভালো বাসায় সিক্ত হয়ে মোঃ ইলিয়াজ শেখ আলোর খবরকে বলেন, আমি একজন সাধারণ পরিবারের সন্তান, আমি আমার সাধ্য অনুযায়ী সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। তিনি আরো বলেন,আজ হয়তো আমার জনগন আমাকে ইউপি সদস্য হিসেবে দেখতে চাচ্ছেনবলে,অনেকে মনে করতে পারেন নির্বাচন করছি। আসলে আমি তেমন কোন মন-মানসিকতা নিয়ে নির্বাচন করছি না। আমি হারলেও জনগনের সাথে আছি, আমি জয়লাভ করলেও জনগনের সাথে আছি, থাকবো। আমি ইউপি সদস্য না তারপরও এবার কয়েকটি পরিবারকে ঈদের বাজারসহ ঈদ উপহার দিচ্ছি। আসলে এখানে নিজের কথা বা নিজের পরিচয় দিতে চাই না। আমার পরিচয় আমার জনগন আমার ওয়ার্ডবাসি।আল্লাহ যদি রহমত করেন তাহলে আমি জয় লাভ করবো। ইনশাল্লাহ।