মোংলায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে পানামা জাহাজ
মোংলায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে পানামা জাহাজ
নিজস্ব প্রতিনিধি হারুন শেখ ।।
বাগেরহাটের মোংলায় পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ ‘এমভি কেএস এআইএম’।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে এ জাহাজটি নোঙ্গর করে ।পানামা পতাকাবাহী জাহাজ ‘এম. ভি কেএস এআইএম এর স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইনসের খুলনার ব্যবস্থাপক সাধন কুমার চক্রবর্তী এ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ৯০৪ প্যাকেজের ২ হাজার ৬০৩ টন ইলেকট্রিক্যাল মালামাল নিয়ে ২৮ মার্চ রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজ ‘এম. ভি কেএস এআইএম।কাস্টম ক্লিয়ারিংসহ সকল নিয়মকানুন শেষে মালামাল খালাস শুরু হয়েছে। এরপর খালাস করা মালামাল সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।