প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৫, ৫:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৩, ১:১৭ অপরাহ্ণ
মা হলেন পাগলি বাবা হয়নি কেউ/আগ্রহীরা কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে পারেন-

মা হলেন পাগলি বাবা হয়নি কেউ/আগ্রহীরা কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে পারেন
মোল্লা জাহাঙ্গীর আলম/ খুলনা //খুলনায় সন্তানসম্ভবা এক পাগলির প্রসব বেদনার চিৎকার ভারি করে তুলছিল খুলনা রেলস্টেশন এলাকা। কিছু মানবিক মানুষ তাকে পার্শ্ববর্তী রেলওয়ে হাসপাতালে নিয়ে যান।গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিয়ে ওই পাগলি একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন।পাগলি ছেলে সন্তানের মা হয়েছে ঠিকই কিন্তু পৃথিবীর আলো দেখা এই ফুটফুটে শিশুর বাবা কে এটাই এখন সবার প্রশ্ন।মা ও নবজাতক শিশুটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে মানবিক সংগঠন খুলনা ফুড ও ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সালেহ উদ্দিন সবুজ ,বলেন, মানসিক ভারসাম্যহীন ওই নারীর প্রসববেদনায় ছটফট করতে থাকলে স্থানীয় লোকজন তাকে খুলনা রেলস্টেশন হাসপাতালে নিয়ে আসেন।ডা. লায়লা ইয়াসমিনের তত্ত্বাবধায়নে সকালে নরমালে একটি ছেলে সন্তানের জন্ম হয়। বিষয়টি ডা. লায়লা ইয়াসমিনের স্বামী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. আবু বকর সিদ্দিক আমাকে জানান।ডা. লায়লা ইয়াসমিন বাচ্চাটিকে আমাদের কাছে দিলে আমরা আমাদের অ্যাম্বুলেন্সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে তারা সেখানে রয়েছেন।তিনি আরও বলেন, মানসিক ভারসাম্যহীন ওই নারীর বয়স আনুমানিক ২৮ বছর হবে। তিনি কোনো কথাই বলেন না। অনেক চেষ্টা করেও কিছুই জানতে পারিনি। বাচ্চা ও মায়ের সার্বক্ষণিক পাশে আছে খুলনা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা।যেহেতু মা একেবারে মানসিক ভারসাম্যহীন তাই যথাযথ আইন-কানুন মেনে বাচ্চাটিকে দত্তক দেওয়ার চেষ্টা করছি আমরা। আগ্রহীরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে পারেন- ০১৯১১৫০৯৮৯৮ ও ০১৯৬৯৭৯৩৮৭৬ এই নাম্বারে।
প্রকাশক ও সম্পাদক: মোকলেছুর রহমান| প্রধান নির্বাহী সম্পদক: মোঃ ওলি উল্লাহ বার্তা ইমেইল: alorkhabor@gmail.com অফিস ঠিকানাঃ খাটাইল বাজার, পানখালী, দাকোপ খুলনা। মোবাইল: ০১৭৩০ ৬৫৮ ৭৪৯
ইপেপার