মাহে রমযানের পবিত্রতা রক্ষার্থে প্রশাসনের নজর জরুরী
মাহে রমযানের পবিত্রতা রক্ষার্থে প্রশাসনের নজর জরুরী
ডেস্ক রিপোর্টঃ মাহে রমযানের পবিত্রতা রক্ষার্থে খবার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে প্রশাসনের নজর জরুরি। গত ইং১০ মার্চ সৌদি আরবসহ বিশ্বের মধ্য প্রদেশগুলোতে মুসলিমেরা মাহে রমযানের তারাবির নামায আদায় করেছেন। জানা যায়, গত ইং ১০ মার্চ সৌদি আরবের আকাশে মাহে রমযানের চাঁদ দেখা যায়।এবং সৌদি সরকারের চাঁদ দেখা কমিটি থেকে নিশ্চিত করে তারাবির নামায ও মাহে রমযান পালনে করছে। পাশাপাশি আজ এশিয়া মহাদেশের মধ্য বাংলাদেশের আকাশে আজ চাঁদ দেখা গেলে। চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে শুরু হবে তারাবির নামায। তাছাড়া সৌদি আরবের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের মুসলিমরা এক দিন বাদে ইসলামিক অনুষ্ঠান বা ধর্মীয় বিষয়ের উপর বিশেষ ভাবে খেয়াল করে পালন করে থাকে। মাহে রমযান আসলে বিশ্বের মুসলিম দেশ গুলোতে পবিত্রতা রক্ষার্থে প্রশাসনিক কর্মকর্তাদের কঠোর ভুমিকায় দেখা যায়। তেমনি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদেরও রমযানের পবিত্রতা রক্ষার্থে বিশেষ ভুমিকা পালন করতে দেখা যায়। বিশেষ করে ইমাম পরিষদের পক্ষে দাকোপ উপজেলার অধীনে সকল খাবার হোটেল, রেষ্টুরেন্ট, দোকান পাট অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে প্রশাসনিক নজর রাখার আহবান জানান। তাছাড়া দাকোপের ইমাম পরিষদ সুত্রে জানা যায়, আসন্ন মাহে রমযানের পবিত্রতা রক্ষার্থে দাকোপ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং দাকোপ হেড কোয়ার্টার জামে মসজিদ হইতে রমযানের পবিত্রতা রক্ষার্থে চালনা পৌরসভার এলাকা মেইন মেইন সড়ক প্রদক্ষণ মিছিল ও আলোচনা সভার সিদ্ধান্ত নিয়েছেন।