মালিকের স্ত্রীরের সাথে রাজমিস্ত্রীর পরকিয়া পালিয়ে বিয়ে


ডেস্ক রিপোর্টঃ খুলনার পাইকগাছায় রাজমিস্ত্রীর কাজে গিয়ে মালিকের বউ নিয়ে পালিয়ে রাজমিস্ত্রীর বিয়ে। অপর দিকে রাজমিস্ত্রীর বৌকে বিয়ে করেছে মালিক।ঘটনাটি ঘটেছে, উপজলার রাড়ুলী ইউনিয়নের রাড়ুলী গ্রামের কামাল সরদারের বাড়িতে মোস্তফা দফাদার নামের এক রাজমিস্ত্রী কাজ করতে আসে। সে ওই উপজলার লস্কর ইউনিয়নের শ্রীকান্ঠুপুরের বাসিন্দা শামসুর রহমান দফাদারের ছেলে। জানা যায়, রাজমিস্ত্রী নিজ এলাকায় পরিবারের সাথে থাকে না। সে বিয়ে করে ঘর জামাই হিসেবে থাকতেন।এলাকা বাসি ও কামাল সরদার জানায়, ৮ দিন আমার বাড়িতে কাজ করে এর মধ্যে এতো কিছু হয়ে গেল। এ ঘটনায় প্রতিশোধের মত রাজমিস্ত্রীর স্ত্রীকে পাল্টাপাল্টি মালিক বিয়ে করে। এ ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় আর গুনজন। এলাকায় গিয়ে জানা যায়, আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে রাজমিস্ত্রী মালিকের স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। এবং ১৯ সেপ্টেম্বর মালিক কামাল সরদার রাজমিস্ত্রীর স্ত্রীরকে বিয়ে করেন।