ভিজিএফ চাউল বিতরণ
আপডেটঃ জুলাই ৭, ২০২২ | ৮:১৮
136 ভিউ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নে দুঃস্থ ও অসহায় ৩৬০০শ পরিবারের মাঝে ১০কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ইউনিয়নের বাগআচড়া বাজার প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান জনাব নাজমুল হুদা তুষার।
এসময়-ইউপি সচিব মুক্তার হোসেন,জোড়াদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ রবিউল ইসলাম, ট্যাগ অফিসার, ইউপি উদ্দোক্তা,সকল ইউপি সদস্য, সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান নাজমুল হুদা তুষার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৩৬০০শ দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।