বেতকাটা হরি মন্দির প্রাঙ্গণে মহানাম যজ্ঞ অনুষ্ঠানের জামিল হাসান জামুর মতবিনিময়
সুজাউল শেখ বাবু,বাগেরহাট জেলা প্রতিনিধিঃবাগেরহাট জেলায় রামপালে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী রামপাল উপজেলা আওয়ামিলীগ এর সাবেক সাধারন সম্পাদক ও রামপাল সদর ইউপির সাবেক সফল বার বার নির্বাচিত চেয়ারম্যান মোঃ জামিল হাসান জামু এর এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ৩০ (মার্চ) শনিবার সন্ধ্যা সাতটার সময় রামপাল সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে বেতকাটা হরিমন্দির প্রাঙ্গণে মহানাম যজ্ঞ অনুষ্ঠানে এ সভা অনুষ্ঠিত হয়, সভায় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন , বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের ,সভাপতি শ্রী নিলয় কুমার ভদ্র, ও সাধারণ সম্পাদক মধুসূদন দাম ,রামপাল পূজা উদযাপন পরিষদের আহবায়ক, শ্রী নিত্যানন্দ কুমার বিশ্বাস ,সদস্য সচিব অজয় বিশ্বাস, প্রফেসর হরিপদ পাল, প্রধান শিক্ষক ,জয়দেব কুমার পাল ,রামপাল যুব ঐক্য পরিষদের সভাপতি অশোক মন্ডল ও সাধারণ সম্পাদক পলাশ মন্ডল ,রামপাল সদর ইউনিয়ন যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রলাল মল্লিক, রাজনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য উৎপল , রামপাল উপজেলা তাঁতীলীগের সহ-সভাপতি মনোজ বিশ্বাস, রামপাল উপজেলা তাঁতী লীগের তথ্য সম্পাদক তুহিন শেখ, ৫ নং রাজনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ল্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয় মন্ডল, ৫ নং রাজনগর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক চয়ন মন্ডল, ৫ নং রাজনগর ইউনিয়নের তাঁতীলীগের আহ্বায়ক তিতাস আকঞ্জি, জয়ন্ত , উজ্জল পাল, অপু পাল, মনোজ বিশ্বাস, মনোজিৎ পাল, ইমরান, এরশাদ ,আবির,মিরাজ আহসান,খোকন,হানিফ, এলাকার গন্যমান্য ব্যাক্তি ও বিভিন্ন সংবাদ কর্মিরা। এসময় জামিল হাসান জামু মহানাম যজ্ঞ অনুষ্ঠানের, সকলের সাথে কুষল বিনিময় করে সকলের কাছে দোয়া আর্শিবাদ ও সার্বিক সহযোগিতা কমনা করেন।