বিষ”ধর সাপের ছোবলে শিক্ষার্থী’র মৃত্যু

 

বিশেষ প্রতিনিধিঃ যশোর জেলার কেশবপুর উপজেলার ১নং ত্রিমোহিনী ইউনিয়নের শরাফপুর গ্রামের রামপ্রসাদ মল্লিকের ছেলে, দিপু মল্লিক (১৫) বিষধর সাপের ছোবলে মৃত্যু বরণ করেছে।জানা যায় ‘সে উপজেলার ভাল্লুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিলো।সাপের কাঁমড়ানোর পারে দিপুকে চিকিৎসার জন্যে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্যে খুলনা ২৫০ (শয্যা) হাসপাতালে পাঠানো হয়। খুলনায় নেওয়ার সময়ে পথেই তার মৃত্যু হয়।শিক্ষার্থী দিপু”র অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পোস্টটি শেয়ার করুনঃ