বিদ্যুৎ স্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু


ডেস্ক রিপোর্টঃ খুলনার ডুমুরিয়া চুকনগরে বিদ্যুৎ স্পৃষ্টে মোঃ আবুল কালাম (৩০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে আজ ৩ জুলাই দুপুর ২টার দিকে।জানা যায়, সে চাকুন্দিয়া গ্রামের মোঃ সিরাজ মালির পুত্র। এই হ্নদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় পরিবার সূত্রে জানা যায় ভ্যান চালক মোঃ আবুল কালাম দুপুরে নিজ বসত বাড়িতে মোটর ভ্যান চার্জে বসিয়ে মোটরভ্যানে কাজ করছিলেন। এমন সময় মোঃ আবুল কালাম দেখতে পান তাঁর পুত্রকে বিদ্যুৎ স্পষ্ট করেছে। তখন তিনি পুত্রকে উদ্ধার করতে গেলে নিজে বিদ্যুৎ স্পৃষ্টে ঘটনা স্থলে মৃত্যুবরণ করেন। অপরদিকে পুত্র মোঃ আলিফ হোসেন (৭) বিদ্যুৎপৃষ্টে ছিটকে পড়ে তাঁর একটি দাঁত ভেঙ্গে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকান্ত কুমার সাহা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।