বিদ্যুৎ স্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু /শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে/মানবিক এমপি সালাম মূর্শেদী।

মোল্লা জাহাঙ্গীর আলম /খুলনা /শোকাহত পরিবারের মাঝে সমবেদনা জানাতে হাজির হলো খুলনা-৪ আসনের মানবিক ও কর্মীবান্ধব নেতা এবং সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী “বুধবার ৩০শে”আগস্ট ২০২৩ এর বেলা ১১টায়।এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান সহ নেতৃবৃন্দ।উল্লেখিত_ঘেরের পাড়ে শসা খেতে ইঁদুর মারার জন্য বিদ্যুৎ লাইন দেওয়ায়/বিদ্যুৎ স্পৃষ্টে দুই ভাইয়ের করুন মৃত্যু হয়। এ ঘটনাটি ঘটেছে খুলনা জেলার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামে।নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, আনন্দনগর গ্রামের সৈয়দ আলী মোল্লার ছেলে জের আলী মোল্লার মাছের ঘেরের পাড়ে শসা খেতে ইঁদুর মারার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন গত সোমবার ২১”আগস্ট রাতে।একই গ্রামের ইকবাল শেখ(৩৫) নামের কৃষক তার মাছের ঘেরে কাজ শেষ করে ঐদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে থাকেন।পরবর্তীতে ইকবাল বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন রাত সাড়ে দশটায় দিকে ইকবালের ভাই মোদাচ্ছের (৪৮) কে ফোন দিয়ে বলেন তিনি মাছের ঘরে কাজ করতে গেছে এখনো বাড়ি আসে নাই।মোদাচ্ছের শেখ মাছের ঘেরের ঘরে পরিবার নিয়ে বসবাস করে সেই সূত্র ধরে ভাই ইকবালকে খুজতে বের হয়।পথিমধ‍্যে দেখতে পাই জের আলী মোল্লার ঘেরের পাড়ে ইকবাল পড়ে আছে।তখন মোদাচ্ছের তার ভাই ইকবালকে স্পর্শ করলেই সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এ সময় মোদাচ্ছের এর স্ত্রী রুমা বেগম পিছনে আসার কারণেই তিনি ঘটনাটি দেখতে পায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন।পরবর্তীতে তার চিৎকারে আশেপাশে লোকজন এসে তাদেরকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। নিহত কৃষকের লাশ ময়নতন্ত্রের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।নিহতের ঘটনায় একমাত্র আয়কর ব‍্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তাদের পরিবার। এ”ঘটনায় এলাকায় শোকাহত নেমে এসেছে।রূপসা থানার ওসি মো: শাহিন জানান, ইদুর মারার জন‍্য ঘেরের পাড়ে সবজি ক্ষেতে দেওয়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই কৃষক মারা গেছে শুনে ঘটনাস্থলে যায়। ময়না তদন্তের জন‍্য মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়ে ছিলো।

পোস্টটি শেয়ার করুনঃ