ডেস্ক রিপোর্টঃ মানুষ মানুষের জন্য ” কবির কথা হয়তো বর্তমান যুগে বাস্তবে প্রমাণিত না হলেও, কথাটি সত্য আর বাস্তবে বার বার প্রমান করে চলেছে মানবিক মানুষ মোঃ জাহিদুর রহমান মিল্টন। পবিত্র ঈদুল আজহার আজ তৃতীয় দিন। ১৭ জুন সোমবার বাংলাদেশসহ এশিয়া মহাদেশের মধ্য দেশগুলো পবিত্র ঈদুল আজহা পশু কোরবানির মধ্য দিয়ে পবিত্রতা রক্ষা করেন। এর আগে অর্থাৎ ১৬ জুন সৌদি আরবে কোরবানি অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় আজ (১৯) জুন বুধবার ঈদুল-উল আজহার তৃতীয় দিনে পশু কোরবানির মধ্য দিয়ে মুসলিম ধর্মবলম্বীরা দিনটি পালন করেছেন।আজ বুধবার ১৯জুন দাকোপ উপজেলা বারুইখালী আশ্রায়নে বসবাসকারী অসহায় গরীব মানুষের মাঝে কোরবানির গোশত বিতরন করা হয়েছে। জানা যায়, মানবিক মানুষ বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহিদুর রহমান (মিল্টন) এর সার্বিক সহযোগিতা ও বিদেশি অর্থয়ানে dollar a day নামের প্রতিষ্ঠানের কর্মকর্তা জনাব মিজানুর রহমানের নেতৃত্বে একটি গরু ও দুইটি খাসি ছাগল কোরবানি করা হয়। এবং কোরবানির গোশত আশ্রয়ন প্রকল্পের আওতায় সকল ঘরে কোরবানির সমান ভাবে বিতরণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন ১নং পানখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিকদার সোহরাব হোসেনের আপন ভাই,শিকদার তৈয়েবুর রহমান সাহেব,আরো উপস্থিত ছিলেন, মাও মুস্তাফিজুর রহমান, আশ্রয়ন প্রকল্পের সভাপতি মোঃ সাহেব আলী, সাধারন সম্পাদক আজিম হাওলাদার,মোঃ জাকির হোসেন, অরলেস, মোঃ মানিক, মোঃ কুদ্দুস, মোঃ খোরশেদ আলম,সোহেলসহ প্রমুখ। এছাড়া উক্ত প্রতিষ্ঠানের নামে গত কাল ঈদের দ্বিতীয় দিনেও কাটাবুনিয়া মাদ্রাসা ময়দানে ৫টি গরু ও মোট ১০টি ছাগল ভেড়া কোরবানি করে বিভিন্ন জায়গায় বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুনঃ