বাবার মত আমিও মানুষের পাশে থাকতে চাই, চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ


বাবার মত আমিও মানুষের পাশে থাকতে চাই, চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ
পানখালী প্রতিনিধিঃমানুষের কল্যাণে কাজ করেছেন বাবা! আমি যত দিন বেঁচে আছি মানুষের পাশে থাকতে চাই,চেয়ারম্যান সাব্বির আহমেদ।
মাবতার দরদী সাহসী এক নেতা। পানখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ সাহেব বলেছেন। বাবার মত আমিও মানুষের পাশে থেকে কাজ করে মরতে চাই।
গত ইং ৭ জুলাই দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ভাঙ্গন কবলিত এলাকা ঘুরে ঘুরে দেখার সময় এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমার বাবা মরহুম আঃ হামিদ সাহেব একজন মানবিক সৎ সাহসী মানুষ ছিলেন। তিনি দীর্ঘদিন এ পানখালী ইউনিয়ন ও দাকোপ বাসির জন্য লড়াই সংগ্রাম করে গেছেন।
আমি বাবার আদর্শ নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। এবং যত দিন বেঁচে আছি, আল্লাহ যেন সততার সাথে মানবতায় সেবায় আমাকে চলার তৌফিক দান করেন।
পরে চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ সাহেব,পানখালী জাবের খেওয়া ঘাট,পানখালী মোল্লা বাড়ি বাবুর স্লুইচ গেট, খোনা,খলিষা, লক্ষ্মীখোলা পিচের মাথাসহ ভাঙ্গন কবলিত এলাকা ঘুরে ফিরে দেখেন।
এ সময়ে পানখালী ইউনিয়নের ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।