বাজুয়ার চুনকুড়ি মধ্যে বিলের রাস্তায় নসিমন ও মোটরবাইক মুখোমুখি সংঘর্ষ

ডেস্ক রিপোর্টঃ দাকোপের বাজুয়া চুনকুড়ি মধ্যে বিলের রাস্তায় নসিমন ও মোটরবাইক মুখোমুখি দুর্ঘটনায় বিচার না পেয়ে হতাশা ব্যক্ত।

নসিমনের আঘাতে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর উপসহকারী মেডিকেল অফিসার জয়দেব বাবুর মটরবাইক ভেঙ্গেচুরমার।

গত ইং ৭/৮/২৩ রোজ সোমবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্ম বিরতি শেষ করে কর্মস্থলে ফিরার পথে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নসিমন চালক চুনকুড়ি ৩নং ওয়ার্ডের আঃ সালাম শেখের পুত্র রসুল শেখ।

জয়দেব মন্ডল জানান, তিনি দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডিউটি শেষ করে তার কর্মস্থলে ফিরছিলেন। তখন, অপর দিক হইতে রসুল শেখ লাইট বিহীন নসিমন চালিয়ে এসে আমার মোটরসাইকেলে সজোরে আঘাত করে।

আমি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ি ও আমার গাড়িটির সামনের অংশসহ ভেঙ্গে যায়।

স্থানীয় লোকজনের সহযোগিতায় আমাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন এবং আমার গাড়িটি গ্যারেজে নেওয়া হয়।

পরে ওই এলাকার ইউপি সদস্য মোঃ নূর ইসলাম সাহেবকে দুর্ঘটনার বিষয় জানানো হয়। কিন্তু, তিনি বিষয়টি না দেখে এড়িয়ে চলছেন।

এখন আমি নিরুপায় খুব অসুস্থ। আমার ডান পায়ের কোমরের নিচেয় প্রচন্ড আঘাত প্রাপ্ত। আমি কারো কাছ থেকে শান্তনার বানী না পেয়ে দুঃখের মধ্যে জীবন জীবিকা পর করছি।

পোস্টটি শেয়ার করুনঃ