বাগেরহাট হতে ১০ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব- ৬।


সুজাউল শেখ বাবু
বাগেরহাট জেলা সংবাদদাতা।।
বাগেরহাট জেলার মোল্লার হাট পাকা রাস্তার উপর হতে সৌদিয়া পরিবহণে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কার বারি কে গ্রেফতার করে র্যাব -৬।
র্যাব -৬ সুত্র থেকে জানা যায়, র্যাব-৬, স্পেশাল কোম্পানি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ফেনী-খুলনা গামী একটি সৌদিয়া পরিবহন করে ০২ জন ব্যক্তি ফেনী থেকে খুলনার উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে আসছে।
এমন তথ্যের ভিত্তিতে বাগেরহাট জেলার মোল্লারহাট থানাধীন মোল্লারহাট ব্রিজ টোল প্লাজা এর উপরে (পাকা রাস্তায়) অবস্থান নিয়ে চেকপোস্ট স্থাপন করেন। আভিযানিক দলটি চেকপোস্ট করা কালীন একটি সৌদিয়া পরিবহন চেকপোস্ট অতিক্রম করাকালে কর্তব্যরত র্যাব সদস্যরা পরিবহন বাসটি থামানোর জন্য সংকেত দিলে পরিবহন বাসটি রাস্তার পাশে দাঁড়ায় পরিবহনে র্যাব সদস্যদরা তাৎক্ষণিক উঠে ড্রাইভার, হেল্পার ও যাত্রীদের সম্মুখে আসন নং- G4, G3 এ বসে থাকা যাত্রী দেরকে চ্যালেঞ্জ করে আসামি হরিণ টানা থানাধীন খানজাহান নগর এলাকার মৃত হালিমের পুত্র জুয়েল (৪৮) ও মৃত শহীদ বিশ্বাসের পুত্র শামীম বিশ্বাস (২২) গ্রেফতার করেন।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতার কৃত আসামীদের হেফাজত হতে ১০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বাগেরহাট জেলার মোল্লারহাট থানায় হস্তান্তর করে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।