বাগেরহাট ফকিরহাটে ১১ কেজি গাঁজা সহ মহিলা মাদক কারবারি আটক ২ সুজাউল শেখ
আপডেটঃ মার্চ ২৩, ২০২৪ | ২:৩৬
45 ভিউ
সুজাউল শেখ
বাগেরহাট জেলা প্রতিনিধি।।বাগেরহাটে ফকিরহাটে কামাল ফিলিং স্টেশনের সামনে থেকে শুক্রবার রাত নয়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর স্বপন রায়ের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে ১১ কেজি গাঁজা সহ ২ জন মহিলা মাদক কারবারিকে আটক করেছে। আটককৃরা হলো১। নুরজাহান (৩০)পিতা-মোনতাজ, স্বামী- শাহাদাত হোসেন ,মাতা- আছিয়া বেগম, গ্রাম – দিগরাজ বালুর মাঠ, থানা মোংলা ,জেলা বাগেরহাট।২। ফাতেমা আক্তার সাথী(২৩)পিতা- সেলিম হাওলাদার, মাতা- মৃত – লাকী বেগম, গ্রাম-শ্রিফলতলা,থানা- রামপাল ,জেলা- বাগেরহাট। আটক কৃত দুই জন মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।।