বাগেরহাট ফকিরহাটে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
নিজস্ব প্রতিনিধি :হারুন শেখ ।।
বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কা লেগে ট্রাকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ ঘটনায় চালক আহত হয়েছেন।রোববার (১২ মে) ভোর ৫টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটে ফকিরহাট উপজেলার কাকডাংগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রইচ কাজী (২২) রাজবাড়ী সদর উপজেলার বড়ভবানীপুর গ্রামের মালাম কাজীর ছেলে। আহত ট্রাক চালক মো. আজিজ (৫৫) রাজবাড়ীর মহারাজপুর গ্রামের আরশাদ আলী খানের ছেলে।মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার ভোর ৫টার দিকে, ঢাকাগামী গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক কাকডাংগা এলাকায় এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা লাগে। এতে ট্রাকের সহকারী (হেলপার)ঘটনাস্থলে নিহত হন। আহত ট্রাক চালককে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়।ফকিরহাট থানা অফিসার ইনচার্জ আশরাফুল আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।