বাগেরহাটে ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা
আপডেটঃ অক্টোবর ২২, ২০২৪ | ৯:৪৬
30 ভিউ
সুজাউল শেখ বাবু: জেলা প্রতিনিধ বাগেরহাট।।বাগেরহাটের রামপালে হঠাৎ ভোরে কুয়াশার চাদরে ঢাকা পড়ে পথঘাট ও ফসলের মাঠ। মনে হচ্ছে এ যেন পৌষের কুয়াশা।ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু, বাতাসে হিমেল ঠান্ডা হাওয়া ও ঘন কুয়াশায় বলে দিচ্ছে হেমন্তের শীতের আগমনী বার্তা।রোববার (২১ অক্টোবর) সোমবার সকাল থেকে রামপালের বিভিন্ন পথঘাটে ঘন কুয়াশার এমন দৃশ্য দেখা যায়। ফলে যানবাহনকে হেডলাইট জ্বালিয়েও চলাচল করতে দেখা গেছে।শীতের এই আগমনী বার্তায় বলে দিচ্ছে নবান্ন উৎসব, নতুন ধান কাটা উৎসবে মেতে উঠবেন কৃষকেরা। মাঠের মধ্যে সোনালী ধানের মমতা মাখা গন্ধ যেন ছড়িয়ে পড়ছে চারিদিকে।বাংলার ঋতু বৈচিত্র্যের প্রথম ঋতু হেমন্ত। এই ঋতুতে প্রকৃতিতে হিমেল হাওয়া বইতে থাকে। সংঙ্গে নিয়ে আসে শীতল হাওয়া। মাঠে মাঠে কৃষকরা ধান কাটায় ব্যস্ত হয়ে পড়েন। নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত থাকে কৃষক তৃষানীরা । শীতের এমন আগমনী বার্তায় বলে দেয় শীত অতি নিকটে।