বাগেরহাটে তীব্র তাপ প্রবাহে মুসল্লিদের ইসতিসকার নামাজ আদায়
নিজস্ব প্রতিনিধি হারুন শেখঃ বাগেরহাটের আল ইসলাহ মাদরাসা ময়দানের মাঠে খোলা আকাশের নিচে তীব্র তাপ প্রবাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য প্রার্থনা করে ইস্তেস্কার নামাজ আদায় করেছেন স্থানীয় ও বিভিন্ন স্থান থেকে আশা মুসল্লীরা। এ নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।বৃহস্পতিবার (২৫এপ্রিল) সকাল ১০টায় বাগেরহাট আল ইসলাহ মাদরাসা ময়দানের মাঠে খোলা আকাশের নিচে বৃষ্টির জন্য প্রার্থনা করে ইস্তেস্কার নামাজ আদায় করা হয়েছে। এবং মুসল্লিরা নির্ধারিত সময়ের আগেই টুপি মাথায় জায়নামাজ নিয়ে মাঠে জড়ো হন স্থানীয় ও বিভিন্ন স্থান থেকে আশা মুসল্লীরা।এ নামাজের উপস্থিত ইমাম মাওলানা মোহাম্মদ আলী বলেন,অনাবৃষ্টি ও অতি তাপপ্রবাহের কারণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এই অবস্থায় আল্লাহর সাহায্য ছাড়া আমরা নিরুপায়। তাই এই দাবদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টি লাভের আশায় খোলা আকাশের নিচে মাঠে ইসতিসকার নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করা হয়েছে। নামাজ শেষে আমরা মহান আল্লাহ পাকের দরবারে মাফ চেয়ে কান্নাকাটি করেছি।আয়োজকরা বলেন,দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি গাছপালাসহ সবাই খুব কষ্টে আছেন। এজন্য তারা বৃষ্টির জন্য নামাজ পড়েছেন। বৃষ্টির দেখা নেই । নদী-নালা, খাল-বিল, পুকুর শুকিয়ে গেছে। প্রতিদিনই তাপমাত্রা বাড়তে থাকে এই নামাজের কারণে গরম কমিয়ে বৃষ্টি দান করে এই জন্য আল্লাহর কাছে আমাদের এ চাওয়া। আর যদি বৃষ্টি না হয় তাহলে একইভাবে পরবর্তীতে আবারও নামাজ আদায় করবো।