বাগেরহাটের রামপালে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যু উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:-হারুন শেখ ।
বাগেরহাটের রামপালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহাফি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আছর বাঁশতলী ইউনিয়ন ও রামপাল থানা বি এন পির আয়োজনে বাঁশতলী ইউনিয়ন বিএনপির স্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল্লাহ শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির নেতৃবৃন্দ।এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃআবু জাফর ফকির, থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ আরিফ, মোঃকামরুল ইসলাম সহ১,২,৩,৫ নং ওয়ার্ড বি এন পির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ তার পরিবারের সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এবং গনতন্ত্রের মা জননী বেগম খালেদা জিয়ার সারিরিক সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।