হারুন শেখ
নিজস্ব প্রতিনিধি বাগেরহাট জেলা ||

বাগেরহাটের রামপালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ আগষ্ট) বিকাল ৪ টায় ফয়লাহাট মৎস্য আড়ৎ চত্ত্বরে রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

বক্তাগণ বলেন, ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুন সূর্য উদিত হয়েছে। এ অর্জন যে কোন মূল্যের বিনিময়ে সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। কারো জানমালের ক্ষতি করা যাবে না, কারো ঘের দখল ও লুট করা যাবে না। সকল প্রকার দুর্বৃত্তায়ন বন্ধ করতেই হবে। কেউ অপচেষ্টা করলে তার দায়ভার দল নিবে না। দলের নেতাকর্মীদের সজাগ থেকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে।

এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বাবু, যুগ্ম আহবায়ক আলী আকবার সম্রাট, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর বাচ্চু, মো. আক্তারুজ্জামান মোড়ল, ছাত্রদলের আহবায়ক মোল্যা তারিকুল ইসলাম শোভন, সদস্য সচিব মো. রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে বেগম খালেদার জন্য ও ছাত্র আন্দোলনে সৈরাচার সরকারের হাতে নৃশংস শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দোয়া করা হয়। সভায় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুনঃ